১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঢাকায় শ্রীলঙ্কা ক্রিকেট দল

ডেস্ক রিপোর্ট , প্রকাশিত হয়েছে-

আগামী ১৫ মে থেকে চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজ। তার আগে আজ রবিবার (৮ মে) ঢাকায় এসে পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।

রবিবার বেলা ১১টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল তাদের। কিন্তু ফ্লাইট বিলম্ব হওয়ায় প্রায় এক ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার মাটিতে পা রাখে ১৮ সদস্যের শ্রীলঙ্কা দল।

দিমুথ করুনারত্নের নেতৃত্বাধীন দলটি বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে যাবে। সেখানে সবার করোনা পরীক্ষা করা হবে। ফল নেগেটিভ আসলে কাল থেকেই অনুশীলনে নামতে পারবে তারা।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক দিন অনুশীলন করবে লঙ্কানরা। এরপর বিকেএসপিতে ১০ ও ১১ মে বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। ১৩ মে চট্টগ্রামে যাবে শ্রীলঙ্কা। ১৫ মে থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। এটি শুরু হবে ২৩ মে থেকে।