২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শরণখোলায় ধান খেত থেকে উদ্ধার করা অজগর সুন্দরবনে অবমুক্

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি , প্রকাশিত হয়েছে-

শরণখোলা ঃ শরণখোলার ধান খেত থেকে উদ্ধার করা অজগর

শরণখোলায় রবিবার সকালে দক্ষিণ তাফালবাড়ী গ্রামের ধান খেত থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অজগরটি রবিবার দুপুরে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। এনিয়ে গত এক সপ্তাহের মধ্যে লোকালয় থেকে দুটি অজগর উদ্ধার হয়েছে।
সুন্দরবনের বণ্যপ্রাণী নিয়ে কাজ করা সংগঠন ওয়াইল্ড টীমের মাঠ কর্মকর্তা আলম হাওলাদার জানান, রবিবার সকালে খবর পেয়ে উপজেলার দক্ষিণ তাফালবাড়ী গ্রামের আসলাম আকনের ধান খেত থেকে ৬ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করে আনা হয়।এর আগে ২ মে দুপুরে উপজেলার সোনাতলা গ্রামে ছগির ঘরামীর মৎস্য খামার থেকে ১০ ফুট দৈর্ঘ্যরে অপর একটি অজগর উদ্ধার করা হয়েছিলো। অজগরগুলো সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসে। উদ্ধারকৃত দুটি অজগর পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বনে অবমুক্ত করা হয়েছে বলে আলম হাওলাদার জানিয়েছেন।##
ছবির ক্যাপশন ঃ