কুয়াকাটায় ঘূর্নিঝড় ‘অশনি’র প্রভাবে উত্তাল সমুদ্র সৈকত, ২ নং সংকেত


জুয়েল ফরাজী, মহিপুর থানা প্রতিনিধিঃ প্রকাশের সময় : মে ৯, ২০২২, ১১:৪৮ অপরাহ্ণ / Print This Post Print This Post
কুয়াকাটায় ঘূর্নিঝড় ‘অশনি’র প্রভাবে উত্তাল সমুদ্র সৈকত, ২ নং সংকেত
ঘূর্নিঝড় অশনির প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা ও পায়রা বন্দর সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকায় বর্তমানে থমথমে পরিবেশ বিরাজ করছে। আকাশে মেঘের ঘনঘটা বিরাজ রয়েছে। বর্তমানে ভ্যাপসা গরম ও প্রচন্ড খরতাপে দিশেহারা হয়ে পড়েছে মানুষ। তবে দুপুর থেকে বাতাসের চাপ কিছুটা বৃদ্ধি পেয়েছে। নদ-নদী এবং সমুদ্রে পানির উচ্চতা এখন বৃদ্ধি পায়নি। বর্তমানে ঘূর্নিঝড়টি অবজারবেশন করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়,  দক্ষিনপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর  নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্নিঝড় ‘অশনি’ আকারে পরিনত হয়ে একই এলাকায় অস্থান করছে। এটি রবিবার সকাল ৬ টায় কলাপাড়ার পায়রা সমুদ্র বন্দর থেকে ১২০৫ কিলোমিটার দক্ষিনে, চট্রগ্রাম সমুদ্র বন্দর থেকে ১২৫৫ কিলোমিটার দক্ষিন-দক্ষিনপশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১১৭৫ কিলোমিটার দক্ষিন-দক্ষিনপশ্চিমে এবং মোংলা সমুদ্র বন্দর থেকে ১২৫০ কিলোমিটার দক্ষিন-দক্ষিনপশ্চিমে অবস্থান করছিলো। ঘূর্নিঝড় কেন্দ্রের ৫০ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬২ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। তাই পায়রা, চট্রগ্রাম, মোংলা ও কক্সবাজার সমুদ্র বন্দর সমূহকে ২ নম্বর হুশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। উত্তরবঙ্গোপসাগরে অবস্থানরত ট্রলার সমূহকে উকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদের গভীর সাগরে বিচরন না করতে বলা হয়েছে। তবে মহিপুর ও আলীপুর মৎস্য বন্দরের সকল মাছ ধরা ট্রলার এখনো তীরে এসে পৌছাতে পারেনি বলে জানিয়েছে আড়ৎদার মালিক সমিতি।
আবহাওয়া অফিস সূত্রে জানাযায়, ঘূর্নিঝড় উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। তবে এটি ঠিক কোন এলাকায় আঘাত হানবে সেটা এখনো নিশ্চিত বলা যাচ্ছেনা।
পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানান, আজ দুপুরে একটি সভা হয়েছে, সে সভায় সকল নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে ঘূর্নিঝড় অশনির প্রস্তুতি সম্পর্কে আলোচনা হয়েছে। তবে সংকতে তিন কিংবা চার ঘোষনা হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে কট্রোল রুম খোলা হবে। এছাড়া ঘূর্নিঝড় মোকাবেলায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
বৈরী আবহাওয়ায় সমুদ্র উত্তাল থাকলেও কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের ভিড় লক্ষ করা গেছে, এদিকে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ ও মহিপুর থানা পুলিশ এর টিম পর্যটকদের নিরাপত্তার জন্য বিভিন্ন পয়েন্টে কাজ করছে। একই সাথে মাইকিং করে পর্যটকদের সাবধানে পানিতে নামতে অনুরোধ করতে দেখাগেছে।

আর্কাইভ

%d bloggers like this: