কুয়াকাটায় পতিতা খদ্দেরসহ আটক ৪


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: প্রকাশের সময় : মে ১০, ২০২২, ৯:০১ অপরাহ্ণ / Print This Post Print This Post
কুয়াকাটায় পতিতা খদ্দেরসহ আটক ৪

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পর্যটন কেন্দ্র কুয়াাকাটার আবাসিক হোটেল এ, আর, খান, থেকে পতিতা সহ চার জনকে আটক করেছে মহিপুর থানা পুলিশ।

সোমবার রাত ৯ টার দিকে হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। অটকৃতরা হল হোমাহমুদ ফরাজী, ফারুক, চাঁদনী ও মুক্তা। এদের বাড়ি খুলনা, বরিশাল, আমতলী ও পাথরঘাটায় বলে পুলিশ জানিয়েছেন।

জানা যায়, হোটেল এ, আর, খান মূল মালিকের কাছ থেকে ৪০ লক্ষ টাকার বিনিময়ে ৫ বছরের জন্য ফজলুর করিম ফারুক হোটেলটি পরিচালনা করে আসছেন, আবাসিক হোটেলের আড়ালে দীর্ঘ দিন ধরে পতিতা ব্যবসা করে আসছেন এই ভারাটিয়া মালিক। ফারুকের পিতার নাম মৃত হাতেম আলী। বরিশালের কাউনিয়া ২ নং ওয়াডর্ডের বাসিন্দা। সেসময় লতাচাপলী ইউনিয়নের বজলুর রহমানসহ আরো কিছু লোক পুলিশী অভিযান টের পেয়ে সটকে পড়ে বলে স্থানীরা জানিয়েছেন।

মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার আবুল খায়ের বলেন,এদের চারজনের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার তাদেরকে কলাপাড়া জুডিসিয়াল আদালতে প্রেরন করা হয়েছে।


আর্কাইভ

%d bloggers like this: