শরণখোলাসহ দুবলারচর অঞ্চলে ঘূর্ণিঝড় অশনি’র প্রভাব নেই


শরণখোলা প্রতিনিধি প্রকাশের সময় : মে ১০, ২০২২, ৮:৫১ অপরাহ্ণ / Print This Post Print This Post
শরণখোলাসহ দুবলারচর অঞ্চলে ঘূর্ণিঝড় অশনি’র প্রভাব নেই
দুবলারচর সন্নিহীত বঙ্গোপসাগরে ফিশিং বোট স্বাভাবিক চলাচল করছে। মঙ্গলবার বিকেলে তোলা ছবি।
শরণখোলাসহ বঙ্গোপসাগরের দুবলারচর অঞ্চলে ঘূর্ণিঝড় অশনি’র কোন প্রভাব নেই। সাগরে ফিশিংবোট স্বাভাবিক সময়ের মতো মাছ ধরছে।
জেলেপল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির কর্মকর্তা ফরেস্টার দিলীপ মজুমদার মঙ্গলবার সন্ধ্যায় মুঠোফোনে   বলেন, দুবলারচর সন্নিহিত বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় অশনি’র কোন প্রভাব নেই। সাগর শান্ত। অনেক ফিশিং বোট সাগরে মাছ ধরছে। আকাশ মেঘমুক্ত পরিস্কার বলা যায়। গত দু,দিন আগে দুবলায় হালকা বৃষ্টি হয়েছিল বলে ঐ কর্মকর্তা জানিয়েছেন। এদিকে শরণখোলাসহ আশেপাশে এলাকায় ঘূর্ণিঝড়ের কোন আলামত দেখা যায়নি।মঙ্গলবার সারাদিন হালকা রোধযুক্ত মেঘলা আকাশ ছিলো।
মঙ্গলবার বিকেলে শরণখোলা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত,র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন বাগেরহাট ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর-ই আলম সিদ্দিকী, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আজমল হোসেন মুক্তা,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন  প্রমূখ।

আর্কাইভ

%d bloggers like this: