মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারত থেকে আসার সময় দালালসহ আটক-১০


ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ প্রকাশের সময় : মে ১০, ২০২২, ১১:২৯ অপরাহ্ণ / Print This Post Print This Post
মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারত থেকে  আসার সময় দালালসহ আটক-১০

 

 

ঝিনাইদহ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের দায়ে দালালসহ ১০ নারী পুরুষ কে আটক করা হয়। সোমবার সকালে মহেশপুর উপজেলার যাদবপুর বিওপির অধিনস্ত বড়বাড়ী গ্রাম থেকে তাদের আটক করে বাংলাদেশে বর্ডার গার্ড (বিজিবি)

আটককৃতরা হলেন-বরিশালের আবজাল হোসেন আকন (৪১), পাবনার জেলার আল মামুন(৩৯), যশোরের জোসনা খাতুন (২৮), খাদিজা বেগম (২৮), বাগেরহাটের প্রবির সমাদ্দার (৪২), গীতা রানী সমাদ্দার (৩৫), সাতক্ষীরার রোজীনা বেগম (৩০), শিশু রুমায়া (৬) ও আয়সা (৫) । এ সময় পারাপারে সহায়তাকারী দালাল ঝিনাইদহের হারুনুর রশিদ (৩০) কে আটক করে বিজিবি।

বিজিবি-রি ৫৮ সহকারী পরচিালক মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃত আসামীদের বিনা পাসপোর্টে অবৈধভাবে সীমান্ত পারাপার এবং সহায়তার অপরাধে ঝিনাইদজ জেলার মহেমপুর থানায় মামলা দায়ের ও সোর্পদ করা হয়েছে।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১