জ্যোতিষীর বিস্ফোরক মন্তব্য চার নায়িকার বিয়ে নিয়ে


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : মে ১২, ২০২২, ৬:৪০ অপরাহ্ণ / Print This Post Print This Post
জ্যোতিষীর বিস্ফোরক মন্তব্য চার নায়িকার বিয়ে নিয়ে

 

তেলেঙ্গানার আলোচিত জ্যোতিষী বেনু স্বামী। শোবিজ অঙ্গনের তারকাদের রাশিফল গণনা করে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এবার দক্ষিণী সিনেমার বেশ কজন প্রথম সারির নায়িকার বিয়ে নিয়ে মন্তব্য করে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন বেনু স্বামী। এ তালিকায় রয়েছেন—লেডি সুপারস্টার নয়নতারা, ‘বাহুবলি’খ্যাত আনুশকা শেঠি, সামান্থা রুথ প্রভু, ভারতের জাতীয় ক্রাশ রাশমিকা মান্দানা। টলিউড ডটনেট এ খবর প্রকাশ করেছে।

নয়নতারা, আনুশকা শেঠি, রাশমিকা মান্দানার বিবাহিত জীবন নিয়ে বেনু স্বামী বলেন—‘এদের গুরু নিম্নমুখী। বিবাহিত জীবনে তারা সফল হবেন না। বিয়ের পর এই অভিনেত্রীরা দাম্পত্য জীবনে অনেক সমস্যার সম্মুখীন হবেন।’

শুধু এখানেই শেষ নয়, সামান্থা, পূজা হেগড়ে, রাশমিকা ও নয়নতারার ক্যারিয়ার নিয়েও মন্তব্য করেছেন বেনু স্বামী। তার ভাষায়—‘আগামী ২০২৪ সালের মধ্যে এই তিন তারকার ক্যারিয়ার শেষ হয়ে যাবে।’

নয়নতারা দীর্ঘ দিন পরিচালক বিগনেশ শিবানের সঙ্গে প্রেম করছেন। শোনা যাচ্ছে, আগামী ৯ জুন বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা।


আর্কাইভ

%d bloggers like this: