২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ইভিএম বুঝি না চাই সরকারের পদত্যাগ: মির্জা ফখরুল

জেলা প্রতিনিধিঃ , প্রকাশিত হয়েছে-

 

 

ইভিএম বুঝিনা এই সরকারকে পদত্যাগ করতে হবে আগে এবং নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে এরপর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজ লালমনিরহাটের সোহায়ার্দী মাঠে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক সাইকেল রেলির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি আরো বলেন সকল নেতাদের মুক্তি এবং মামলা প্রত্যাহার করে নিতে হবে তারপর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান । আজকে যখন সারাদেশে আওয়ামী লীগ ফ্যাসিবাদী নির্যাতনের নির্যাতিত তখন আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলার সাজা দিয়ে আজকে গৃহবন্দি করে রাখা হয়েছে তিন বছর রাজনীতি থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেই সঙ্গে আমাদের নেতা তারেক রহমানকে আজকে মিথ্যা মামলায় তাকে নির্বাসিত করে রাখা হয়েছে। আমাদের ৬শত বেশি নেতা-কর্মী গুম হয়ে গেছে খুন হয়ে গেছে সেই সময়ে আজকে লালমনিরহাটে আজকে এই সাইকেল রেলি গণতন্ত্রের রেলি আজ থেকে নতুন করে প্রাণ সঞ্চার করবে বলে তিনি জানান।