ঝিনাইদহ কালীগঞ্জে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্টিত


ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ প্রকাশের সময় : মে ১২, ২০২২, ৬:৫২ অপরাহ্ণ / Print This Post Print This Post
ঝিনাইদহ কালীগঞ্জে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্টিত

 

 

কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত সভাতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ এসএম জাহাঙ্গির সিদ্দিকী ঠান্ডু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিনের সভাপতিত্বে সভাতে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি)আব্দুর রহিম মোল্ল্যা, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন।

সভাতে বর্তমানে উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে বক্তাগণ বলেন, কিছু এলাকায় নতুন করে অপরাধ চক্রের সদস্যরা মাথা চাড়া দিয়ে উঠছে। পাশাপাশি শহরে মোটরসাইকেল চুরির প্রবনতাও দেখা দিয়েছে। এসব প্রতিরোধে বক্তাগন কালীগঞ্জ থানার ওসিকে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের আহব্বান জানান। এছাড়াও সভাতে অপমৃত্যু ও বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে সামাজিকভাবে কাজ করার কথা বলা হয়।

সভাতে আরো বক্তব্য রাখেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, এম ইউ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুব্রত নন্দী, সরকারী ভূষন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, ইউ পি চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন, মহিবুল ইসলাম মন্টু, আলী হোসেন অপু, নাছির চৌধুরী, আবুল কালাম আজাদ (বারবাজার), রাজু আহম্মেদ রনি লস্কর, আবুল কালাম আজাদ (কোলা) ও নজরুল ইসলাম ঋতু । এছাড়াও সভাতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন প্রতিষ্টানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১