২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সোনারবাংলা বিনির্মাণ করতে সুশিক্ষিত ও আদর্শ প্রজন্ম গড়ে তুলতে হবে: এমপি শাহে আলম

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ , প্রকাশিত হয়েছে-

 

বরিশালের বানারীপাড়ায় বাইশারী সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজে নির্মানাধীন ৪ তলা ভিত বিশিষ্ট আইসিটি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

১২ মে বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজের সবুজ প্রাঙ্গনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুল হকের সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম। এসময় তিনি বলেন, দেশকে উন্নত-সমৃদ্ধ সোনারবাংলায় রূপান্তর করতে হলে ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে সুশিক্ষিত ও আদর্শ প্রজন্ম গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আনিসুর রহমান,শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গির আলম,বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,ওসি মো. হেলাল উদ্দিন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এটিএম মোস্তফা সরদার ও আক্তার হোসেন মোল্লা,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ। এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাইশারী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্ত্তী,ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান পারভেজ,ছাত্রলীগ নেতা সুমন সিদ্দিকী প্রমুখ।

যুবলীগ নেতা মহসিন রেজা ও কলেজের প্রভাষক মো. আব্দুস সবুরের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইলুহার ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম,সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃধা,উপজেলা কৃষকলীগের আহবায়ক এমএ ওহাব,উদয়কাঠির সাবেক ইউপি চেয়ারম্যান মামুন-উর রশিদ স্বপন,সৈয়দকাঠির সাবেক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মন্টু,আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির হোসেন সরদার,উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ জাফর আহম্মেদ,সদস্য সেলিম বেপারী,পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আ. রহিম মাল,শ্রম বিষয়ক সম্পাদক পরিতোষ গাইন, বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাতাব উদ্দিন ফকির,উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনির বিশ্বাস,সাবেক যুগ্ম আহবায়ক মু. মুন্তাকিম লস্কর কায়েস ও সুমম রায় সুমন,যুবলীগ নেতা তপু খান.মশিউর রহমান সুমন ও স্বপন মাঝি,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মমিনুল কবির মিঠুন,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী,ছাত্রলীগ নেতা মনির হোসেন,মিজানুর রহমান প্রমুখ।

প্রসঙ্গত,বাইশারী সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কোটি ৪০ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ৪ তলা ভিত বিশিষ্ট এ আইসিটি একাডেমিক ভবনটি নির্মিত হচ্ছে।