২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সড়ক দূর্ঘটনায় ঝিনাইদহের শিক্ষক ছাত্র সহ ৩ জন নিহত

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ , প্রকাশিত হয়েছে-

 

জেলার শৈলকুপা উপজেলার আসাননগর নামক স্থানে পৃথক সড়ক দূর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক গোলাম রহমান (৫০) ও কলেজ ছাত্র অংকন রহমান (১৭) জন নিহত হয়েছেন।

বুধবার সকাল ১০ টা ও বিকাল ৪ টার দিকে একই স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত গোলাম রহমান আসাননগর এবিসিডি মাদ্রাসার শিক্ষক ও ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা ও অংকন রহমান মহেশপুর গ্রামের ডাবলু জোয়ার্দ্দারের ছেলে। বুধবার ১২ টার দিকে শিক্ষক গোলাম রহমান বাইসাইকেলযোগে মাদ্রাসায় যাওয়ার পথে আসাননগর নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা বিআরটিসি বাস ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।

অপরদিকে বিকাল ৫টার দিকে একই এলাকায় মোটরসাইকেল আরোহী ও ইজি বাইকের মুখোমুখি ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল আরোহী অংকন রাস্তার উপর ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়।স্থানীয় খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়, পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে ফরিদপুর পৌছালে কলেজ ছাত্র অংকন মারা যান। এব্যাপারে শৈলকুপা ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর সঞ্জয় কুমার দেবনাথ বলেন, পৃথক দুর্ঘটনায় দুই জন নিহত হওয়ার খবর তাদের কাছে রয়েছে। এদিকে শৈলকুপার ভুলুন্দিয়া গ্রামের ঘোড়ার গাড়ীচালক নুর আলী (৫০) মাগুরা জেলার বুনোগাতী-জাগলা বাজার এলাকায় সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি নড়াইল কালিয়া উপজেলা থেকে ঘোড়ার গাড়ীযোগে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা ৬টার দিকে ঢাকাগামী বাসে পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় আক্কাস নামে তার সাথে থাকা আরেকজন আহত হন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে মাগুরা হাসপাতালে নিয়ে আসে। জানা গেছে, প্রতি বছর বোরো মৌসুমে শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়ন থেকে শতাধিক ঘোড়ার গাড়ী নড়াইলের বিভিন্ন গ্রামে ধান তোলোর কাজে নিয়োজিত হন। নিহত নুর আলীও ধান তোলার কাজ শেষে বাড়ি ফিরছিলেন।