এমপি মুরাদের কপাল ফেটেছে সিলিং ফ্যান পড়ে


বার্তা বিভাগ প্রকাশের সময় : মে ১৩, ২০২২, ৬:০৯ অপরাহ্ণ / Print This Post Print This Post
এমপি মুরাদের কপাল ফেটেছে সিলিং ফ্যান পড়ে

 

জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের ওপর চলন্ত সিলিং ফ্যান পড়ে কপাল ফেটে গেছে। তবে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বল রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী (এপিএস) আবু জাহিম নাঈম।

বৃহস্পতিবার (১২ মে) রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুরে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ডা. মুরাদ হাসান দীর্ঘদিন ধরে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুরে নিজ বাড়িতে অবস্থান করছেন। বৃহস্পতিবার রাতে বাড়ির বৈঠক খানায় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করছিলেন। এসময় চলন্ত সিলিং ফ্যান পড়ে মুরাদ হাসানের কপালের ওপর। এতে তার কপাল ফেটে যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খবর দেয়া হলে চিকিৎসক এসে তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দেন।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার দেবাশীষ রাজবংশী বলেন, ‘সিলিং ফ্যান পড়ে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের কপাল ফেটে যাওয়ার খবর পাই। পরে হাসপাতালের তিন সদস্যবিশিষ্ট চিকিৎসক দল মুরাদ হাসানের বাড়ি গিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দেন।’

তিনি আরো বলেন, ‘ডা. মুরাদ হাসানের কপালে তিনটি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন।’


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১