কালীগঞ্জে গোডাউনে লুকিয়ে রাখা ৪২ হাজার লিটার তেল উদ্ধার ও জরিমানা


ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ প্রকাশের সময় : মে ১৩, ২০২২, ৬:২৪ অপরাহ্ণ / Print This Post Print This Post
কালীগঞ্জে  গোডাউনে লুকিয়ে রাখা ৪২ হাজার লিটার তেল উদ্ধার ও জরিমানা

 

 

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার বিহারীমোড় এলাকার এক ব্যবসায়ীর গোডাউন থেকে ৪২ হাজার ২৪ লিটার থেকে ভোজ্য তেলের সন্ধান পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আরএস অয়েল মিলের গোডাউনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ তেলের সন্ধান পায়। এসময় মিল মালিককে তেল মজুদ রাখার অপরাধে ১৫ হাজার টাকা জরিমারা করা হয়।

ঝিনাইদহ ভোক্তা অধিকার দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ জিয়াউল হক জানান, গোপন সংবাদে ভিত্তিতে ওই মিলের একটি গোডাউনে অভিযান চালিয়ে ৪২ হাজার ২৪ লিটার মজুদ করা ভোজ্য তেল পাওয়া যায়। এরমধ্যে ২০ হাজার ৬০৪ লিটার তেলের বৈধ কাগজপত্র নেই।

ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আইনে অভিযুক্ত ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড জরিমানা করা হয়। এছাড়া গোডাউনে থাকা তেল পূর্বের বাজার দরে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, কারীগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মোক্তার হোসেন, ক্যাবের সদস্য শিবু পদ বিশ্বাস ও সংবাদকর্মী মোমিনুর রহমান মন্টু।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১