ঝিনাইদহের হাসপাতালে সন্তানের জন্ম, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবার


ফিরোজ আহম্মেদ কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধিঃ প্রকাশের সময় : মে ১৩, ২০২২, ৬:০৩ অপরাহ্ণ / Print This Post Print This Post
ঝিনাইদহের  হাসপাতালে সন্তানের জন্ম, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবার

 

 

হাসপাতালে ফুটফুটে ছেলেসন্তানের জন্ম হয়েছে। কিন্তু সদ্য জন্ম নেওয়া সন্তানকে না দেখেই পরপারে পাড়ি জমালেন বাবা। এমনই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোল্যাডাঙ্গা গ্রামে।

বৃহস্পতিবার(১২ মে) বেলা ৩টার দিকে বৈদ্যুতিক মেশিনে ধান ঝাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে সুমন হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক উপজেলার নলভাঙ্গা গ্রামের হারুন মন্ডলের ছেলে।

মোল্যাডাঙ্গা গ্রামের প্রতিবেশীরা জানান, কোটচাঁদপুর উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে ছেলেসন্তানের জন্ম হয়েছে সুমনের। বাবা হারুনের সঙ্গে ধান ঝাড়ার কাজ করছিল সুমন। কাজ শেষ করে বাবাকে সঙ্গে নিয়ে ছেলেকে দেখতে যাওয়ার কথা। এরই মধ্যে ঘটে দুর্ঘটনা। অসাবধানতা বশত মেশিনের তার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সুমন। এরপর পাশে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ওসি মো. আব্দুর রহিম মোল্লা জানান, বিষয়টি আসলে খুবই হৃদয়বিদারক। সদ্য ভূমিষ্ট সন্তানকে না দেখেই বিদায় নিলেন বাবা। পরিবারের আবদনের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই সুমনের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১