২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঝিনাইদহে জামানতের টাকা ফেরত চেয়ে ব্যবসায়ীদের মানববন্ধন

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: , প্রকাশিত হয়েছে-

 

ঝিনাইদহ পৌরসভা কর্তৃক বরাদ্দকৃত পৌর ট্রাক টার্মিনালে সড়ক বিভাগ কর্তৃক উচ্ছেদকৃত দোকানের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের জামানতের টাকা ফেরত ও ক্ষতিপুরনের দাবিতে মানববন্ধন করেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে শুক্রবার সকাল ১১ টা থেকে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন। এ সময় অর্ধশতাধীক দোকানী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সদর পৌরসভা কর্তৃপক্ষ ট্রাক টার্মিনাল এলাকায় আমাদের কাছে দোকান বরাদ্ধ দিয়ে জামানত গ্রহন করে। সেভাবেই আমরা ব্যবসা করছিলাম। কিন্তু সম্প্রতি সড়ক বিভাগ ওই জায়গা নিজেদের দাবি করে সকল দোকান উচ্ছেদ করে। পৌরসভা কর্তৃপক্ষের গাফিলতির কারনে আমরা ক্ষতিগ্রস্থ হয়েছি। তাই পৌরসভার কাছে আমরা জামানতের টাকা ফেরত সহ ক্ষতিপুরণ চাই। এই টাকা ফেরত না দিলে আরো কঠোর কর্মসুচি দেওয়া হবে হুশিয়ারি দেওয়া দেন ব্যবসায়ীরা।