২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সাগরে পড়ে নিখোঁজ জেলের লাশ দুইদিন পরে উদ্ধার

শরণখোলা প্রতিনিধি ঃ , প্রকাশিত হয়েছে-

 

বঙ্গোপসাগরে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পরে শনিবার ( ১৪ মে) সকালে জেলে মিরাজের (২৬) লাশ সুন্দরবনের টিয়ারচরের কাছে নদীর চর থেকে উদ্ধার করা হয়েছে। সঙ্গীয় জেলেরা লাশ মোরেলগঞ্জের বারৈখালী গ্রামের বাড়ীতে নিয়ে গেছে। মাছ ধরতে গিয়ে

নিহত জেলের বড় ভাই পলাশ হাওলাদার জানান, শনিবার সকাল ১০টার দিকে নদীর চরে ভাসমান অবস্থায় মিরাজের লাশ উদ্ধার করে গ্রামের বাড়ীতে নিয়ে যাওয়া হয়েছে। মিরাজ মোরেলগঞ্জ উপজেলার বারৈখালী গ্রামের নাছির হাওলাদারের পুত্র। বৃহস্পতিবার (১২ মে) বিকেলে পুর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলারচরের কাছে সাগরে ট্রলারের নোঙ্গর নদীতে ফেলার সময় পায়ের সঙ্গে দড়ি পেঁচিয়ে সাগরে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছিল জেলে মিরাজ হাওলাদার।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা ( এসিএফ) মোঃ শহীদুল ইসলাম বলেন, সাগরে পড়ে জেলে মৃত্যুর খবর লোক মুখে শুনেছেন এবং ঐ জেলেরা বনবিভাগ থেকে কোন পাশ (অনুমতিপত্র) নেয়নি বলে এসিএফ জানিয়েছেন।