কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু


কুড়িগ্রাম,প্রতিনিধি : প্রকাশের সময় : মে ১৫, ২০২২, ১১:০৫ অপরাহ্ণ / Print This Post Print This Post
কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কামালপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। বজ্রপাতে নিহত ওই শ্রমিকের নাম আব্দুর রহিম বাদশা (৫০)। তিনি ওই এলাকার মৃত কাশেম আলীর পুত্র।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, শনিবার সকালে আব্দুর রহিম বাদশাসহ আরো ৯জন ধানকাটা শ্রমিক মিলে একই এলাকার আবু বকর সিদ্দিকের জমির ধান কাটতে যায়।

সকাল দশটা নাগাদ মাথায় করে ধান বাড়িতে আনার পথে বজ্রপাতের ঘটনাটি ঘটে। পরে সেখান থেকে আব্দুর রহিম বাদশাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত আব্দুর রহিম বাদশা এক ছেলে ও এক মেয়ের জনক। অল্প কিছুদিন আগে তিনি মেয়ের বিয়ে দিয়েছেন। বজ্রপাতে তার মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে এসেছে।

ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশীদ হারুন বজ্রপাতে আব্দুর রহিম বাদশার মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১