পাকিস্তানে আত্মঘাতী হামলা, সেনা-শিশুসহ নিহত ৬


বার্তা বিভাগ প্রকাশের সময় : মে ১৬, ২০২২, ৫:১৭ অপরাহ্ণ / Print This Post Print This Post
পাকিস্তানে আত্মঘাতী হামলা, সেনা-শিশুসহ নিহত ৬

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা ঘটেছে উত্তরপশ্চিমাঞ্চলীয় পার্বত্য প্রদেশ খাইবার পাখতুনওয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলায় । এতে নিহত হয়েছে তিন জন শিশু ও তিন সেনাসদস্য।

পৃথক এক হামলায় একই রাজ্যের রাজধানী পেশোয়ারে নিহত হয়েছেন দেশটির সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের দুই ব্যক্তি।

দেশটির সামরিক বাহিনী বিবৃতিতে জানিয়েছে, আফগান সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা বাহিনীর গাড়ি টার্গেট করে হামলা হয়।

রবিবারের বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই আত্মঘাতী ত্রিবাল জেলার মীর আলী শহরের কাছে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হন।

বোমা বিস্ফোরণের সময় পাশে থাকে শিশুরা গুরুতর আহত হয়। তাদের হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হলেও কাউকে বাঁচানো সম্ভব হয়নি। আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী।

এদিকে পাকিস্তানের পেশোয়ারে বন্দুকধারীর হামলায় শিখ সম্প্রদায়ের দুইজন নিহত হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে পুলিশ।

এ উগ্রবাদী আক্রমণের নিন্দা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ সময় তিনি সেনা ও শিশুদের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১