২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

আমতলীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

হায়াতুজ্জামান মিরাজ,আমতলী (বরগুনা) প্রতিনিধি। , প্রকাশিত হয়েছে-

 

বরগুনার আমতলী সরকারী একে পাইলট হাই স্কুল মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব অনুর্ধ ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। আমতলী উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা এ খেলার আয়োজন করে। উদ্বোধনী খেলায় হলদিয়া একাদশ চাওড়া একাদশকে ২-১ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টায় আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মুজিবুর রহমান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলাম, চাওড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান খান বাদল, হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মজিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো.নুরুল ইসলাম মৃধা, সিপিপি কর্মকর্তা মো. মাহবুবুল বারী ও আমতলী পৌরসভার প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান প্রমুখ।