মহিপুর হতে র‌্যাবের হাতে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : মে ১৭, ২০২২, ১১:২৫ অপরাহ্ণ / Print This Post Print This Post
মহিপুর হতে র‌্যাবের হাতে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

 

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ১৭/০৫/২০২২ইং তারিখ আনুমানিক ১৩:৩০ ঘটিকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে আনুমানিক ১১:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন আলিপুর সাকিনস্থ পটুয়াখালী হতে কুয়াকাটাগামী পাঁকা পিচের রাস্তার উপর যার পশ্চিম পাশের্^ জনৈক হানিফ খাঁন(৬০) এর নির্মানাধীন ভবনের সামনে ০১(এক) জন মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে।

 

প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার, কাজী শাহাবুদ্দিন আহমেদ এর নের্তৃত্বে আনুমানিক ১৩:৩০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ (এক) জন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর নাম হলো মোঃ হারুন শরিফ(৩৫), পিতা-মৃত শাহাজাহান শরিফ, সাং-বিপিনপুর, ০৪নং ওয়ার্ড, থানা-মহিপুর, জেলা-পটুয়াখালীর। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে পেশায় একজন জেলে হলেও মাদকই তার প্রকৃত ব্যবসা। উক্ত আসামীর নিকট হতে ২৮৫(দুইশত পঁচাশি) ইয়াবা ট্যাবলেট, ০১ টি মোবাইল ফোন, ০২ টি সীম উদ্ধার করা হয়। কথিত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য অনুমান ৮৫,৫০০/- (পঁচাশি হাজার পাঁচশত) টাকা। ধৃত আসামী অত্র থানাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার মহিপুর থানা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার মহিপুর থানা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১