লোকালয় থেকে উদ্ধার করা অজগর সুন্দরবনে অবমুক্ত
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশের সময় : মে ১৮, ২০২২, ৩:৪২ অপরাহ্ণ /
পাঠক সংখ্যা ১৩০
Print This Post
শরণখোলা ঃ শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রাম থেকে উদ্ধার করা অজগর
শরণখোলার লোকালয় থেকে উদ্ধার করা একটি অজগর বুধবার সকালে সুন্দরবনের ধানসাগর ষ্টেশনের বনে অবমুক্ত করা হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে গ্রামবাসীদের কাছে খবর পেয়ে ধানসাগর স্টেশনের বনরক্ষীরা শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামের আঃ আউয়াল হাওলাদারের বাড়ির পাশ থেকে একটি অজগর উদ্ধার করে নিয়ে যায়। ১০ ফুট দৈর্ঘ্যের ও আনুমানিক ২০ কেজি ওজনের অজগরটি নিকটস্থ সুন্দরবন থেকে গ্রামে চলে আসে বলে প্রত্যক্ষদর্শী গ্রামবাসীরা জানান।
পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শহীদুল ইসলাম বলেন,পশ্চিম রাজাপুর গ্রাম থেকে উদ্ধার করা অজগরটি বুধবার সকালে ধানসাগর স্টেশনের আওতাধীন সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে।
Like this:
Like Loading...
আপনার মতামত লিখুন :