২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কালীগঞ্জ সরকারী নলডাঙ্গা ভূষন বিদ্যালয়ে পুরস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্টিত

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ , প্রকাশিত হয়েছে-

 

 

ঝিনাইদহ: বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২২ এর পুরস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকাল ৯ টা পরে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এক অনুষ্টানের মাধ্যমে প্রতিযোগী বিজীদের মাঝে পুরস্কার বিতরন ও আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজীম আনার।

সরকারী নলডাঙ্গা ভূষন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতার সভাপতিত্বে সভাতে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা, ঝিনাইদহ জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন ও কালীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মনিরুজ্জামান রিংকু।

এ অনুষ্টানের মাধ্যমে প্রধান অতিথি সাংসদ আনার বিদ্যালয়ের ২০২২ এর বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার বিভিন্ন ইভেন্ডের বিজীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়াও এ অনুষ্টানের শুরুতেই আগত ছাত্রছাত্রীদের অভিভাবক, অভিভাবিকা ও সুধীজনদেরকে ফুল দিয়ে বরন করে নেন বিদ্যালয়ের শিক্ষকগণ।

অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক লুৎফর রহমান, সাবেক কালীগঞ্জ পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, মটর মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর হোসেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, এমইউ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক এনামুল হক, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।