২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

চট্টগ্রাম টেস্টে মুশফিকের সেঞ্চুরি

ডেস্ক রিপোর্ট , প্রকাশিত হয়েছে-

চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে লড়াকু এক শতক করেছেন মুশফিকুর রহিম। ৮১ টেস্টের ক্যারিয়ারে এটি মুশফিকের অষ্টম শতক। অভিজ্ঞ এই ক্রিকেটারের শতকে লঙ্কানদের বিপক্ষে লিড বাড়িয়ে নিচ্ছে বাংলাদেশ।

২৭০ বলে মুশফিকের শম্ভুকগতির এই সেঞ্চুরি এসেছে। ১৫৩তম ওভারে অসিথা ফার্নান্দোকে ফাইন লেগ ফিয়ে চার মেরে অঙ্কের মাইলফলক স্পর্শ করেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত এই ব্যাটসম্যান। ১২৫ বলে অর্ধশতক করা মুশফিক পরের পঞ্চাশ করতে খেলেছেন ১৪৫ বল। ৭৫ থেকে ১০০ রানের কোটা ছুতে অর্থাৎ এই ২৫ রান করতে বেশ ধৈর্য্য নিয়ে ৭৫ বল খেলেছেন।

তার ব্যাট থেকে চারের মার এসেছে ৪টি, কোনো ছয় নেই। সাদা পোশাক গায়ে এটি তার অষ্টম আন্তর্জাতিক সেঞ্চুরি। টেস্টে বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ।

অন্য ফরম্যাটের মতো টেস্টেও ধারাবাহিকতার অভাবে ভুগছে মুশফিকের ব্যাট। শেষ ৯ ইনিংসে অর্ধশতক মাত্র ১টি। শেষবার সেঞ্চুরি পেয়েছেন ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে, জিম্বাবুয়ের বিপক্ষে। দীর্ঘ প্রায় ২৭ মাস পর আবার শতকের দেখা পেলেন তিনি।