২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

দশমিনা গভীর রাতে বাল্য বিয়ে পন্ড উভয় পক্ষকে ২৮ হাজার টাকা জরিমানা

মোঃ বেল্লাল হোসেন, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: , প্রকাশিত হয়েছে-

 

পটুয়াখালী দশমিনা উপজেলা বাল্যবিয়ে পন্ডকরে দিল উপজেলা প্রশাসন।

গত মঙ্গলবার রাত ২টায় উপজেলার রনগোপালদী ইউনিয়নে কালারানী গ্রামের মোঃ হামিম হাওলাদার তার অপ্রাপ্তবয়স্ক মেয়েকে একই উপজেলার আলীপুর ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রাম মোঃ আবদুল রশিদ এর ছেলের সাথে বাল্যবিবাহের আয়োজন করে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মহিউদ্দিন আল হেলাল অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিবাহ দেয়ার অপরাধে উভয় পক্ষকে ২৮ হাজার টাকা জরিমানসহ বিবাহ না হওয়ার শর্তে মুচলেকায় ছেড়ে দেয়া দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মহিউদ্দিন আল হেলাল জানান, সমাজের বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং প্রতিরোধে এ অভিযান অভ্যহত থাকবে।