২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মাদারীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মৌলিক প্রশিক্ষণ

জাহিদ হাসান, মাদারীপুর জেলা প্রতিনিধি: , প্রকাশিত হয়েছে-

 

 

মাদারীপুর: জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রকল্প পরিচালক, যুগ্ম সচিব সুব্রত পাল চৌধুরী।

এ সময় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুনীর আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মো. ওবাইদুর রহমান খান, কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহিন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিন, রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুজ্জামান, ব্র্যাকের জেলা সমন্বয়কারী সমীর কুমার কুন্ডু প্রমুখ।

প্রশিক্ষণের সঞ্চালনা করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কাজী মো. লিয়াকত হোসেন।