২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কালীগঞ্জে বঙ্গবন্ধ শেখ মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: , প্রকাশিত হয়েছে-

 

 

ঝিনাইদহ: কালীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ ১৭) ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ১১ নং রাখাালগাছি ইউনয়ন ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে কালীগঞ্জ পৌরসভা ফুটবল একাদশ।

বৃহস্পতিবার বিকালে কালীগঞ্জ শহরের সরকারী নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও শাহানাজ পারভিন, কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা, কালীগঞ্জ ফায়ার স্টেশনের অফিসার মামুনুর রশিদ, কালীগঞ্জ প্রেসক্লাবে সভাপতি জামির হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু, কালীগঞ্জ উপজেলা ক্রীড়া ফেডারেশনের সহ-সভাপতি অজিত ভট্রাচার্য, নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ওয়াসিমসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এর আগে ১৪ মে খেলা উদ্বোধন করা হয়। খেলায় উপজেলার ১১ ইউনিয়ন ও পৌরসভা মিলে ১২টি দল অংশগ্রহন করে।