বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের শ্রমিক কর্মচারী ফেডারেশনের নির্বাচন সম্পন্ন


ফিরোজ আহম্মেদ,ঝিনাইদহ প্রতিনিধি: প্রকাশের সময় : মে ২০, ২০২২, ৪:০৪ অপরাহ্ণ / Print This Post Print This Post
বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের শ্রমিক কর্মচারী ফেডারেশনের নির্বাচন সম্পন্ন

 

 

ঝিনাইদহ: বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন নির্বাচনে পুনরায় বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হয়েছেন ফেডারেশনের সভাপতি দর্শনা কেরু এন্ড কোম্পানির শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রায়হানুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক – ১ সেলিম রেজা রিপন, দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্ধীতায় আইন ও দরকষাকষি সম্পাদক নির্বাচিত হয়েছেন মোবারকগঞ্জ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুল,দপ্তর সম্পাদক মাসুদ রানা, অর্থ সম্পাদক জি এম কবির নির্বাচিত হয়েছেন।

গত (১৯ এপ্রিল) বৃহস্পতিবার সকালে মোচিকে অনুষ্ঠিত শ্রমিক-কর্মচারী ফেডারেশনের নির্বাচনের ভোট গ্রহনের আগে প্রার্থীদের আলোচনা ও সমঝোতার ভিত্তিতে বিনাপ্রতিদ্বন্ধীতায় শ্রমিক ফেডারেশনের নেতা নির্বাচিত হয়েছে বলে জানান নির্বাচন আয়োজক কমিটির প্রধান মোচিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুল।তিনি বলেন, বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন এর শ্রমিক কর্মচারী ফেডারেশনের দ্বিবার্ষিক নির্বাচন ২০২২ এর এগারটি ইউনিটের প্রতিনিধিদের নিয়ে একই দিনে গঠিত হয় পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ। নবনির্বাচিত কার্যকরী পরিষদের সর্বমোট ২৩ টি পদ রয়েছে।এই ২৩ টি পদের বিপরীতে কার্যকরী পরিষদে রয়েছেন বিভিন্ন মিলের নেতৃবৃন্দ।

উল্লেখ্য বাংলাদেশ চিনিশিল্প শ্রমিক-কর্মচারী ফেডারেশনের ২৭ তম সাধারণ সভা দক্ষিন- পশ্চিম অঞ্চলের ভারী শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ সুগারমিলে বাংলাদেশ চিনিশিল্পের (১৪টি চিনিকলের) শ্রমিক-কর্মচারী ফেডারেশনের ২৭ তম দ্বি-বার্ষিক সাধারণ সভা গত ১৮ মে বুধবার অনুষ্ঠিত হয়েছিল। সাধারণ সভা ও ভোটের আয়োজন করে মোবারকগঞ্জ চিনিকলের শ্রমিক কর্মচারী ইউনিয়ন।এক প্রতিক্রিয়ায় শ্রমিক কর্মচারী ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, চিনি শিল্পের ক্রান্তিলগ্নে সকল মিলের শ্রমিক ভাইয়েরা আমাদের ওপর যে দায়িত্ব দিয়েছেন চেষ্টা করব তা যথাযথভাবে পালনের।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১