কালীগঞ্জে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় : মে ২১, ২০২২, ৪:৫৬ অপরাহ্ণ / Print This Post Print This Post
কালীগঞ্জে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

গাজীপুরের কালীগঞ্জে একটি অরক্ষিত রেলক্রসিংয়ে পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কায় ৩ জন নিহত হয়েছে।

শনিবার (২২ মে) সকাল সাড়ে ১০টার দিকে আড়িখোলা রেল স্টেশনের অদূরে নলছাটা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তারা পিকআপ ভ্যানের যাত্রী, চালক ও হেলপার বলে জানা গেছে।

আড়িখোলা রেল স্টেশন মাস্টার কামরুল ইসলাম নিহত ও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে আড়িখোলা রেল স্টেশনের অদূরে নলছাটা নামকস্থানে একটি অরক্ষিত রেলক্রসিংয়ে নাগরী এলাকা থেকে আসা একটি পিকআপেকে কিশোরগঞ্জ থেকে থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর ট্রেন ধাক্কা দেয়। এ সময় ট্রেনের ধাক্কায় পিকআপটি দুরে গিয়ে পড়ে এবং ওই পিকআপে থাকা ৩ জন ঘটনাস্থলেই মারা যান।


আর্কাইভ

%d bloggers like this: