বরিশাল বিশ্ববিদ্যালয় সারাদেশের লিডিং পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে- ড. বদরুজ্জামান


মোঃ খায়রুল ইসলাম সোহাগ প্রকাশের সময় : মে ২২, ২০২২, ১১:১৮ অপরাহ্ণ / Print This Post Print This Post
বরিশাল বিশ্ববিদ্যালয় সারাদেশের লিডিং পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে- ড. বদরুজ্জামান

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক শাখার সকল দপ্তরকে ডিজিটালাইজেশনের আওতায় আনার লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ই-নথি বিষয়ক কর্মশালা। ৬ দিন ব্যপাী এই কর্মশালায় ৩ টি ব্যাচে ২০ জন করে প্রশিক্ষণ পাবেন।

আজ (২২শে মে) বেলা ১০ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাস কনফারেন্স সেন্টারে এই কর্মশালাটির উদ্বোধন ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোঃ বদরুজ্জামান ভূঁইয়া, কলা ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ মুহাসিন উদ্দীন, ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান এবং ইউজিসির আইএমসিটি বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষকে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন। এ দেশে মাঝখানে এক সরকার এসেছিলো যাকে বলা হয়ে থাকে কেয়ারটেকার সরকার। তারা এদেশের জন্য কি করেছিলেন সেটি আপনারা দেখেছেন। মতাদর্শের পার্থক্য থাকতে পারে তবে মৌলিক বিষয় আমাদের এক হতে হবে যেমন যেমন আমার দেশ, আমার স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধ এবং ফাউন্ডিং ফাদার অব দি নেশন।

এছাড়া বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মোঃ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় সারা দেশের লিডিং পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরিনত হয়েছে। অতি অল্প সময়েই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুগলে চাকরি পেয়েছে এবং অন্যান্য সেক্টরে যুক্ত হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন বলেন, ডিজিটালাইজেশনের ফলে মাননীয় প্রধানমন্ত্রী আমেরিকায় বসেও কাজ করতে পারছেন, মাননীয় শিক্ষামন্ত্রী ইউরোপে বসে কাজ করতে পারছেন। আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা অনেক মেধাবী এবং তারাই আমাদের রিসোর্স। আজকের এই প্রশিক্ষণ কাজে লাগাতে হবে নতুবা এটি সৌজন্যমূলক প্রশিক্ষণ হয়ে যাবে।

এছাড়া সভাপতির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বঙ্গবন্ধু কন্যা যখন ক্ষমতায় এসে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন তখন এটা নিয়ে কেউ কেউ উপহাসও করেছিলেন। এখন বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে সর্বক্ষেত্রে ডিজিটালের ছোঁয়া দৃশ্যমান।


আর্কাইভ

%d bloggers like this: