কানাডায় ঝড়ে নিহত ৪, বিদ্যুৎবিচ্ছিন্ন ৯ লাখ বাড়ি


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় : মে ২২, ২০২২, ৫:২১ অপরাহ্ণ / Print This Post Print This Post
কানাডায় ঝড়ে নিহত ৪, বিদ্যুৎবিচ্ছিন্ন ৯ লাখ বাড়ি
কানাডার পূর্বাঞ্চলীয় অন্টারিও ও কুইবেক প্রদেশের ওপর দিয়ে প্রচণ্ড ঝড় বয়ে গেছে। শনিবার (২১ মে) ঝড়ে কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। এতে প্রায় ৯ লাখ বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে গেছে। কর্তৃপক্ষকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
 
অন্টারিও পুলিশ টুইটারে বলেছে, সেখানে কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন। শনিবারের এই শক্তিশালী ঝড়ের সময় প্রচুর বজ্রপাত হয়েছে। এতে আহত হয়েছেন অনেক মানুষ। একজন নিহত হয়েছেন গাছচাপা পড়ে। ঝড়ের ভেতর হাঁটার সময় ৭০ বছর বয়সী এক নারীও গাছচাপা পড়ে নিহত হন।

কেন্দ্রীয় রাজধানী অটোয়ায় ঝড়ে মারা গেছেন আরেকজন। তবে স্থানীয় পুলিশ এ বিষয়ে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেছে

নিহত আরেকজন হলেন এক নারী। তার বয়স ৫০ বছরের মতো। অটোয়া নদীতে তার বোট ডুবে গেলে তিনি মারা যান। এই অটোয়া নদী অটোয়া ও কুইবেককে আলাদা করেছে। সিবিসির নিউজে বলা হয়েছে, শনিবার দিবাগত রাত পর্যন্ত দুই প্রদেশের প্রায় ৯ লাখ বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন ছিলো।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১