সাংসদকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে এমইউ কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন


ফিরোজ আহম্মেদ ,ঝিনাইদহ প্রতিনিধিঃ প্রকাশের সময় : মে ২২, ২০২২, ৮:৪৯ অপরাহ্ণ / Print This Post Print This Post
সাংসদকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে এমইউ কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

 

 

ঝিনাইদহ: কালীগঞ্জ সরকারী মাহতাব উদ্দীন কলেজের সাথে স্থানীয় সাংসদ আনোয়ারুল আজীম আনারকে জড়িয়ে কুচক্রী মহলের ভুয়া, ভিত্তিহীন, মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।

রোববার(২২মে) সকালে এমইউ কলেজের শিক্ষক, কমৃকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের আয়োজনে কলেজ গেটের সন্মুখে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুব্রত নন্দী সহ বক্তাগণ বলেন, অত্র কলেজের বিভিন্ন খাতে দূর্নিতির দায়ে অভিযুক্ত অধ্যক্ষ্য মাহবুবার রহমান ষড়যন্ত্রমুলক একের পর এক কলেজের শিক্ষকদের নামে মিথ্যা অভিযোগ দায়ের করছেন। একইভাবে তিনি কলেজের সাথে জড়িয়ে স্থানীয় সাংসদ আনোয়ারুল আজীম আনার নামেও ভিত্তিহীন অপপ্রচারে লিপ্ত রয়েছেন। এ কারনে সু-প্রতিষ্টিত অত্র কলেজটির ভাবমূর্তি নষ্ট হতে চলেছে। বক্তাগণ আরো বলেন, সাংসদ আনারের একান্ত প্রচেষ্টায় আজ অত্র কলেজটি সরকারী করনের মুখ দেখেছে। সেই মানুষটিকে নিয়ে যারা নোংরা খেলায় মেতেছেন তাদের বিরুদ্ধেই আমরা সোচ্চার হয়েছি।

ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেওয়া শত শত শিক্ষক শিক্ষার্থীরা জানায়, অধ্যক্ষ মাহবুবার রহমান কলেজের অর্থ তছরুপের দায়ে বরখাস্ত হয়েছিলেন। এ কারনে প্রতিহিংসা পরায়ন হয়ে তিনি অত্র কলেজের শিক্ষকদের নামেও মিথ্যা খাতা চুরির মামলা পর্য ন্ত করেছেন।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১