আমতলীতে বিরোধীয় জমির দখল নিয়ে সংঘর্ষ আহত ৭


হায়াতুজ্জামান মিরাজ,আমতলী (বরগুনা) প্রতিনিধি। প্রকাশের সময় : মে ২৩, ২০২২, ৮:৫৭ অপরাহ্ণ / Print This Post Print This Post
আমতলীতে বিরোধীয় জমির দখল নিয়ে সংঘর্ষ আহত ৭

 

 

বরগুনা: আমতলী সদর ইউনিয়নের উত্তর টিয়াখালী গ্রামে বিরোধীয় জমি দখলে নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। স্বজনরা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য করেছে।

জানা গেছে, সদর ইউনিয়নের উত্তর টিয়াখালী গ্রামের জাকির গাজী ও রুবেল মোল্লার মধ্যে ১২ শতাংশ জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আজ (সোমবার) দুপুর অনুমান ১টার দিকে বিরোধীয় ওই জমি রুবেল তার পৈত্রিক জমি দাবী করে বাড়ি তৈরির জন্য মাটি কাটছিলেন। খবর পেয়ে রুবেল মোল্লা লোকজন নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাটি কাটতে বাঁধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জাকির গাজী (৪২), মোশ্বের্দা বেগম (৩৮), হামিদা বেগম (১৭), রুবেল মোল্লা (৩০), ইমরান হাওলাদার (২০), আলেয়া বেগম (৪৫) ও সোহেল মোল্লা (২৩) আহত হন। স্বজনরা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।

আহত জাকির গাজী বলেন, আমার পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে মাটি কাটতে গেলে রুবেল মোল্লা লোকজন নিয়ে আমাদের উপর হামলা করে আমাদের আহত করেছে।

অভিযুক্ত রুবেল মোল্লা হামলার কথা অস্বীকার করে জমি তার দাবী করে বলেন, জাকির গাজী জোর করে আমার জমি দখলে নেওয়ার চেষ্টা করছে। আমি দখলে নিতে বাঁধা দিয়েছি।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ফারজানা আক্তার দিনা বলেন, আহতদের শরীরে বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়েছি। তবে এখনো কোন পক্ষের লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।


আর্কাইভ

%d bloggers like this: