৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

দশমিনায় আলোর ভূবন কর্মসূচির শুভ উদ্ধোধন

মোঃ বেল্লাল হোসেন, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : , প্রকাশিত হয়েছে-

পটুয়াখালী: দশমিনা উপজেলায় আলোর ভূবনের শুভ উদ্ধোধন করাহয়। রবিবার সন্ধ্যা ৭ টায় দশমিনা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির শুভ উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক জাকির হোসেন ভুট্টো, উপজেলা দুর্নীতি প্রতিরোধ করমিটির সভাপতি আহমেদ ইব্রাহিম অরবিল, সম্পাদক মোশারেফ হোসেন, সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজের প্রভাষক মোঃ রাসেদ, সরকারি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেরি সুলতানা, সিনিয়র শিক্ষিকা বিনিতা রানী, শিক্ষিকা রুমানা জাহান লাকী, সহকারি শিক্ষিকা শাহাদত প্রমূখ।

দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি বলপন, নির্বাহী কর্মকর্তার এটি একটি ভালো উদ্যোগ।এর মাধ্যমে সাধারন পথচারি চলাচল করতে পারবে এবং বিদ্যালয় গুলো রাতের আধারে আলোকিত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো, মহিউদ্দিন আল হেলাল বলেন, উপজেলায় বিভিন্ন স্থানে অন্ধোকার থাকায় পথচারী চলাচলে ভোগান্তিতে স্বীকার হয়। তাই নিজ উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে(লঞ্চঘাট,বাসস্ট্যান্ড, অট্যোস্টান্ডে, রাস্তরা মোরে, এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান) আলোর ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রাতের আধারে অন্ধোকার বিরাজ করছে তাই রাতে আধার কেটে আলোয় আলোকিত করার মাধ্যমে বিদ্যালয় দৃস্টিনন্দন করার জন্য ৫০-৬০ টি বিদ্যালয় প্রাথমিক ভাবে আলোর ব্যবস্থা করা হয়েছে। পর্যায় ক্রমে সকল বিদ্যালয় আলোর ভূবনে আওয়াতায় আনা হবে।