৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

শরণখোলার লোকালয় থেকে হরিণ ও অজগর উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত

শেখ মোহাম্মদ আলী , প্রকাশিত হয়েছে-

 

বাগেরহাট: শরণখোলায় সোমবার (২৩ মে) বিকেলে লোকালয়ের পৃথক স্থান থেকে একটি চিত্রল হরিণ ও একটি অজগর উদ্ধার করে সুন্দরবনের ধানসাগর ষ্টেশনের বনে অবমুক্ত করা হয়েছে।

বনবিভাগ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ধানসাগর ফরেস্ট টহল ফাঁড়ির বন থেকে একটি চিত্রল হরিণ বন সংলগ্ন ধানসাগর গ্রামে চলে আসে। গ্রামবাসী ধাওয়া দিয়ে হরিণটাকে আটক করে। একই দিন বিকেলে কলমতেজি ফরেস্ট টহল ফাঁড়ির বন থেকে একটি অজগর পশ্চিম রাজাপুর গ্রামে চলে আসে। গ্রামবাসী জাল নিক্ষেপ করে অজগরটিকে আটক করে।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা মোঃ আবদুস সবুর সোমবার সন্ধ্যায় জানান,লোকালয়ে হরিণ ও অজগর আটকের খবর পেয়ে বনরক্ষীরা হরিণ ও অজগর উদ্ধার করে নিয়ে আসে। সোমবার বিকেলে ধানসাগর স্টেশনের বনে হরিণ ও অজগর ছেড়ে দেওয়া হয়েছে। ##