উখিয়ার ইনানী সৈকত থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় : মে ২৪, ২০২২, ৪:৪৬ অপরাহ্ণ / Print This Post Print This Post
উখিয়ার ইনানী সৈকত থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সৈকত ও কবিতা চত্বর এলাকা থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইনানী সৈকতে ভেসে আসা অজ্ঞাত যুবকের বয়স ৩০ এবং কবিতা চত্বরে গলায় ফাঁস অবস্থায় উদ্ধার করা যুবকের বয়স ১৮-২০ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৪ মে) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মডেল থানার কর্মকর্তা (ওসি তদন্ত) মো. সেলিম উদ্দিন।

তিনি জানান, সৈকত এলাকায় পৃথক স্থানে দুই যুবকের লাশের খবর পেয়ে উদ্ধার করতে পুলিশের টিম পাঠানো হয়েছে। লাশ ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

বীচকর্মী সুপারভাইজার মো. মাহবুব আলম জানান, ইনানী সৈকতে অজ্ঞাত যুবকের লাশ ভেসে এসেছে। কর্মরত বীচকর্মীরা লাশটি দেখে ইনানী পুলিশকে খবর দেয়।


আর্কাইভ

%d bloggers like this: