‘প্রেমের মাহাত্ম্য অনেক বড়’


মোঃ খায়রুল ইসলাম সোহাগ প্রকাশের সময় : মে ২৫, ২০২২, ১০:১০ অপরাহ্ণ / Print This Post Print This Post
‘প্রেমের মাহাত্ম্য অনেক বড়’

এক হাতে বাঁশি আর এক হাতে রণতূর্য নিয়ে আবির্ভাব হয়েছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের। নানা আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উদযাপিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মজয়ন্তী।

আজ (২৫ শে মে) বুধবার বেলা সাড়ে ৪ টায় বাংলা বিভাগের আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের (১) নীচে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নজরুল জন্মজয়ন্তী উদযাপিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ছাদেকুল আরেফিন বলেন, ছাত্রজীবনে আদর্শিক কারনে নজরুলের লেখনী দেখতাম। নজরুল ছিলেন শোষিতের কবি, সাম্যের কবি, অসাম্প্রদায়িক চেতনার কবি এবং বিশ্বপ্রেমিক। তিনি যেখানেই যেতেন একটা করে প্রেম করতেন। এটা নেতিবাচকভাবে দেখার কিছু নেই। কারণ প্রেমের মাহাত্ম্য তো অনেক বড়।

এছাড়া তিনি আরো বলেন, আশির দশকে নজরুলকে কিছু মানুষ সুক্ষ্ম ও ভুলভাবে উপস্থাপন করেছিলো সাম্প্রদায়িক কবি হিসেবে। আমার মনে হয়েছে, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ১৯৭২ সালে তাকে দেশে ফিরিয়ে আনলেন এবং যখন বঙ্গবন্ধুর সাথে দেখা হয়েছিলো সেদিন অত্যন্ত আবেগময় পরিবেশ সৃষ্টি হয়েছিলো। মনে হয়েছিলো সেটি কত প্রতিক্ষিত দেখা! মহান মুক্তিযুদ্ধের আগে ১৯৬৯ সালে যখন এই দেশের আন্দোলন স্লোগান হচ্ছিলো তখন ‘জয় বাংলা’ স্লোগানটি হচ্ছিলো। এটি তো নজরুলের লেখা থেকেই এসেছিলো। আমার কেনো যেনো মনে হয়েছে নজরুলের লেখার উপর বঙ্গবন্ধুর একটি প্রভাব ছিলো এবং সেইটার আলোকেই তাকে দেশে নিয়ে আসা হয়েছিলো। এই তথ্যগুলো আমাদের তরুণ প্রজন্মকে জানতে হবে।

এছাড়া সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ মুহাসিন উদ্দীন এবং সভাপতিত্ব করেন বাংলা বিভাগের চেয়ারম্যান সঞ্জয় কুমার সরকার।


আর্কাইভ

%d bloggers like this: