তালতলী ইউপি নির্বাচন ৮ চেয়ারম্যান ও ১১ ইউপি সদস্য প্রার্থিতা প্রত্যাহার


হায়াতুজ্জামান মিরাজ, আমতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশের সময় : মে ২৬, ২০২২, ১০:৩৫ অপরাহ্ণ / Print This Post Print This Post
তালতলী ইউপি  নির্বাচন ৮ চেয়ারম্যান ও ১১ ইউপি সদস্য প্রার্থিতা প্রত্যাহার

 

বরগুনা: তালতলীতে শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ চেয়ারম্যান ও ১১ সদস্য পদপ্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

আজ বৃহস্পতিবার (২৬ মে) মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে বিকাল ৫টা পর্যন্ত তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন । বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা।

শেষ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ১৫ জুন দতালতলী উপজেলার ৬টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায়, বিকাল সাড়ে ৫ টার সময় এক অনানুষ্ঠানিক এ তথ্য নিশ্চিত করেছেন । ৬ টি ইউনিয়নের মোট ৩৭জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন জমা দেন। প্রত্যাহারের শেষ দিনে ৮ জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় চেয়ারম্যানে ২৯ জন প্রার্থী রয়েছেন। সদস্য পদে ১৯৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর ভিতরে ২ জনের মনোনয়ন অবৈধ হয়। বাকি ১১ জন তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেয়। সদস্য পদে ১৮২ জন ইউসি সদস্য প্রার্থী রয়েছে। সংরক্ষিত সদস্য ৭৩ জন প্রার্থীর মধ্যে কেউ প্রত্যাহার করেনি। এ উপজেলায় ৬ টি ইউনিয়নের চেয়ারম্যানসহ মোট ২৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বড়বগী ইউনিয়নে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য,ছোটবগী ইউনিয়নে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হয়।

প্রত্যাহার করা চেয়ারম্যান প্রার্থিরা হলেন পচাকোড়ালিয়া ইউনিয়ন মো.শাহীন,আরিফ হোসেন ফসল,কড়ইবাড়িয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানের নূর মোহাম্মদ মাস্টার, শামীম,বড়বগী ইউনিয়নে কামরুল আহসান,শাহজাহান টুকু,আবুল কাশেম ও নিশানবাড়িয়া ইউনিয়নে আবুল কালাম আজাদ।

আগামী ২৭ মে প্রতীক বরাদ্ধ করা হবে। এই প্রথম ৬টি ইউনিয়নই ইভিএমে’র মাধ্যমে ১৫ জুন ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১