হামলা শুরুর কয়েক মিনিট আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তিনটি সংক্ষিপ্ত বার্তা দিয়েছিল টেক্সাকের হত্যাকারী। সে বার্তা পাঠিয়েছিল  জার্মানির ফ্রাঙ্কফুর্টে এক তরুণীকে তার পরিকল্পনা সম্পর্কে জানিয়ে। গুলি চালানো শুরু করার এগারো মিনিট আগে সে এ বার্তা পাঠায়।
বার্তায় সে বলেছিল, সে এলিমেন্টারি স্কুলে যাচ্ছে গুলি চালানোর জন্য। ফেসবুকের সত্ত্বাধিকারী মেটা বলছে ১৮ বছর বয়সী ওই সন্দেহভাজন হত্যাকারী যে কি না গুলিতে নিহত হয়েছে সে ব্যক্তিগতভাবে এসব বার্তা দিয়েছে।
মঙ্গলবার টেক্সাসের রব ইলেমেন্টারি স্কুলে গুলির এ ঘটনায় ১৯টি শিশু ও দুজন শিক্ষক নিহত হয়েছেন। নিহত শিশুদের বয়স সাত থেকে দশ বছরের মধ্যে।
টেক্সাসের গভর্নর জানিয়েছেন, হামলাকারী আগে কোন অপরাধ করেছেন বা আগে থেকে তার মানসিক সমস্যা ছিলো-এমন কোন তথ্য নেই।
দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি শিগগিরই টেক্সাস সফরে যাবেন এবং একইসঙ্গে তিনি বন্দুক নিয়ন্ত্রণের আহবান জানিয়ে বলেছেন এটাই কার্যকর ব্যবস্থা নেওয়ার সময়।