ভারতের লাদাখে নদীতে গাড়ি পড়ে ৭ সেনার মৃত্যু
ডেস্ক রিপোর্ট
প্রকাশের সময় : মে ২৭, ২০২২, ৯:৪১ অপরাহ্ণ /
পাঠক সংখ্যা ১৩৪
Print This Post
ভারতের লাদাখের শ্যাওক নদীতে পড়ে যায় সেনা বহনকারী একটি গাড়ি। ঘটনায় কমপক্ষে ৭ ভারতীয় সেনা নিহত এবং আরও এক ডজন আহত হয়েছেন। খবর এনডিটিভির।
শুক্রবার (২৭ মে) সকালে এ ঘটনা ঘটে।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, সকালে লাদাখের তুরতুক সেক্টরে এ দুর্ঘটনা ঘটেছে। বিমান বাহিনীর সহায়তায় আহতদের ওয়েস্টার্ন কমান্ডে নিয়ে যাওয়া হয়েছে।
সেনা মুখপাত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ২৬ সেনাদের একটি দল নিয়ে গাড়িটি পারতাপুরের ট্রানজিট ক্যাম্প থেকে সাব সেক্টর হানিফের দিকে যাচ্ছিল। গাড়িটি সকাল ৯টার দিকে থোয়াইজ থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে আনুমানিক ৫০-৬০ ফুট উঁচু রাস্তা থেকে ছিটকে শ্যাওক নদীতে পড়ে যায়। এত প্রায় সকলে আহত হন।
দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে সেনাদের পারতাপুরের একটি ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Like this:
Like Loading...
আপনার মতামত লিখুন :