সড়ক দুর্ঘটনায় উজিরপুরে বিএনপি নেতা নিহত


রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ প্রকাশের সময় : মে ২৭, ২০২২, ১০:৪৪ অপরাহ্ণ / Print This Post Print This Post
সড়ক দুর্ঘটনায় উজিরপুরে বিএনপি নেতা নিহত

 

বরিশাল: ট্রাকচাপায় মাওলানা আক্তার হোসেন (৪৫) নামের বরিশালের উজিরপুরের এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাওলানা আক্তার হোসেন উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও যুগিরকান্দা দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

এ বিষয়ে এয়ারপোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কমলেশ চন্দ্র হালদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছেন।

জানা গেছে, বরিশাল থেকে বিএনপির সমাবেশ শেষ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন মাওলানা আক্তার হোসেন। পথিমধ্যে ক্যাডেট কলেজ সংলগ্ন রেজিস্ট্রার অফিসের সামনে বিপরীত দিক থেকে আসা ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এদিকে বিএনপি নেতা মাওলানা আক্তার হোসেনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আর্কাইভ

%d bloggers like this: