২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

শরণখোলায় রাজাপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ২১দোকান ভষ্মীভূত

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি , প্রকাশিত হয়েছে-

শরণখোলাঃ শরণখোলার রাজাপুর বাজারেে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত স্থল পরিদর্শন করেন বাগেরহাট -৪ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন।

 

শরণখোলায় শুক্রবার (২৭ মে) ভোর পাঁচটার দিকে রাজাপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ২১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতির পরিমাণ তিন কোটি টাকারও বেশি। স্থানীয় এমপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাজাপুর বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি হুমায়ূন কবির তালুকদার বলেন,শুক্রবার ফজরের নামাজের পরে বাজারের রিয়াদুলের ইলেকট্রনিক্সের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই তা আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে ছোট বড় মুদি মনিহারী, গার্মেন্টস, ফার্মেসী, ইলেকট্রনিকস ও কাপড়ের দোকানসহ ২১টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে শরণখোলা ও মোরেলগন্জ ফায়ার সার্ভিস গিয়ে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষয়ক্ষতির পরিমাণ তিন কোটি টাকারও বেশি হবে বলে ঐ বাজার সেক্রেটারি জানিয়েছেন।
বাগেরহাট -৪ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন, শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, ধানসাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ প্রশাসনের কর্মকর্তারা অগ্নিকান্ডের স্থল পরিদর্শন করেছেন।
শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার অফিসার শামসুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং তার হিসেবে আনুমানিক নব্বই লাখ টাকার মালামাল পুড়েছে বলে ফায়ার অফিসার জানিয়েছেন।