ববিতে পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠিত


সময় ডেস্ক প্রকাশের সময় : মে ২৮, ২০২২, ৪:৪০ অপরাহ্ণ / Print This Post Print This Post
ববিতে পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর আয়োজনে নবীন বরণ ও ক্যারিয়ার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । পটুয়ার পথে যেভাবে আঁকা জীবন্ত জেলা পটুয়াখালী ঠিক তেমনি কিছু সময়ের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয় পরিণত হয়েছিলো একখন্ড পটুয়াখালীতে। এ যেনো দীর্ঘদিনের প্রত্যাশিত একটি মিলনমেলা।

শনিবার (২৮ শে মে) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হল রুমে এই নবীন বরণ অনুষ্ঠিত হয়। এসময় ৬৫ জন নবীন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে সমিতির সিনিয়র সহ- সভাপতি আবু বকর সিদ্দিক সোয়েবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হাসিবুল আলম তালুকদার, চেয়ারম্যান এবি আর গ্রুপ, আইন বিভাগের সহকারী অধ্যাপক ক্যামিলিয়া খান , গণিত বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল ফয়সাল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সানবিন ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসিবুল আলম তালুকদার বলেন, শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এছাড়া তিনি এক শিক্ষার্থীকে এক বছরের পড়াশুনার খরচ বহন করার ঘোষণা দেন।

পটুয়াখালী ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শুভ বলেন, আমি চেয়েছিলাম শুধু শুরুটা করে দিতে। তাই সকলের সহযোগিতায় এই আয়োজন করতে পেরেছি। একজন মানুষ চাইলে অনেক কিছু করতে পারে সেটাই আমি দেখতে চেয়েছি।

এছাড়া অনুষ্ঠান শেষে অতিথিদের উপস্থিতিতে পটুয়াখালী আন্তঃউপজেলা ক্রিকেট টুর্নামেন্টের পুরষ্কার বিতরণ করা হয়।

 


আর্কাইভ

%d bloggers like this: