২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

হাতীবান্ধায় ধানক্ষেতে অজগর সাপ আটক

মোস্তাফিজুর রহমান: , প্রকাশিত হয়েছে-

 

 

লালমনিরহাট: শনিবার (২৮ মে) লালমনিরহাট জেলা হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের মঠেড় গোর এলাকার ধানক্ষেত থেকে লম্বায় প্রায় ৮ফিট লম্বাঅজগর সাপটি উদ্ধার করা হয়। এলাকাবাশি সুত্রে জানাযায় দুপুরে ওই এলাকার কৃষক হাবীবুর রহমান তার জমিতে ধান কাটাতে যান। এ সময় তিনি অজগর সাপটি দেখতে পান। পরে স্থানীয় আরও কয়েক জন কৃষক মিলে সাপটিকে উদ্ধার করেন তারা৷এনিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোতাহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে হেফাজতে রাখা হয়েছে৷ বন বিভাগের লোক গিয়ে সাপ নিয়ে বনে ছেড়ে দিবেন। হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক সেখানে পুলিশ পাঠানো হয় এবং সাপটি উদ্ধার করে হেফাজতে রাখা হয়। বন বিভাগের লোক এসে সাপটিকে নিয়ে স্থানীয় শালবনে ছেড়ে দেয়া হবে।