ধ্বংসাবশেষ মিললো সেই বিমানের, ২২ জনের মৃত্যুর আশঙ্কা


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় : মে ২৯, ২০২২, ১০:২৯ অপরাহ্ণ / Print This Post Print This Post
ধ্বংসাবশেষ মিললো সেই বিমানের, ২২ জনের মৃত্যুর আশঙ্কা
খোঁজ মিললো সেই বিমানটির ধ্বংসাবশেষের। রবিবার (২৯ মে) সকালে নেপালে ২২ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল যে বিমানটি।
মুস্তাঙ্গের লার্জুঙ্গে উদ্ধার হয়েছে ধ্বংসাবশেষ। পোখরা থেকে জমসম যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় বিমানটি। ধ্বংসাবশেষ চিহ্নিত হলেও এখনও উদ্ধারকারী দল পাঠানো যায়নি। খারাপ আবহাওয়ার কারণে নামানো যাচ্ছে না হেলিকপ্টার। বিমানের কোনো যাত্রী সম্ভবত বেঁচে নেই। হেঁটে দুর্ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে একটি উদ্ধারকারী দল।
জানা গেছে, সকাল ৯টা ৫৫ মিনিটে পোখরা থেকে জমসমের উদ্দেশে রওনা দেয় তারা এয়ারের ছোট বিমানটি। তাতে ২২ জন যাত্রী ছিলেন। তার মধ্যে চার জন ভারতীয়, তিন জন জাপানের বাসিন্দা, তিন জন বিমানকর্মী এবং স্থানীয় কিছু মানুষ।
ওড়ার কিছু ক্ষণের মধ্যে বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে মুস্তাঙ্গের লার্জুঙ্গে চিহ্নিত হয় বিমানের ধ্বংসাবশেষ। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে এখনও ঘটনাস্থলে উদ্ধারকারী দলকে হেলিকপ্টার থেকে নামানো যাচ্ছে না। তাই হেঁটে ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে উদ্ধারকারী দল।

আর্কাইভ

%d bloggers like this: