রুশ হামলায় ইউক্রেনে ৬৮২ শিশু হতাহত


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় : মে ২৯, ২০২২, ১০:১৪ অপরাহ্ণ / Print This Post Print This Post
রুশ হামলায় ইউক্রেনে ৬৮২ শিশু হতাহত

রুশ হামলায় ইউক্রেনে এখন পর্যন্ত ৬৮২ এর বেশি শিশু হতাহত হয়েছে। দেশটির প্রসিকিউটর জেনারেলের কার্যালয় টেলিগ্রামে এই তথ্য জানিয়েছে। রবিবার (২৯ মে) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ২৪২ শিশু নিহত হয়েছে এবং ৪৪০ জন শিশু আহত হয়েছে। এছাড়া বিবৃতিতে বলা হয়েছে, এই পরিসংখ্যান চূড়ান্ত নয়। বিভিন্ন জায়গায় যুদ্ধ চলার কারণে এই তথ্য চূড়ান্ত করা কঠিন। সর্বোচ্চ সংখ্যক শিশু হতাহত হয়েছে দোনেতস্কে ১৫৩ জন এবং খারকিভে ১০৮ জন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৯৫ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধ এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উলটো দেশ দুইটির মধ্যে পূর্ব ইউক্রেনে সংঘাত বেড়েছে।


আর্কাইভ

%d bloggers like this: