২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

আমতলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

হায়াতুজ্জামান মিরাজ, আমতলী (বরগুনা) প্রতিনিধি। , প্রকাশিত হয়েছে-

 

 

বরগুনা: আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

জানা গেছে, আজ রবিবার দুপুরে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসয় চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে হাচন আলী হাওলাদার (৫৫) মাঠ থেকে গরু খোয়ারে আনার জন্য বৃষ্টি উপেক্ষা করে মাঠে যান। গরু নিয়ে বাড়িতে পৌছার আগেই বৃষ্টির সাথে বজ্র হলে আকস্মিক হাচন আলী মাটিতে লুটিয়ে পরেন। তাকে বাড়ি ফিরতে না দেখে স্বজনরা খুজতে গিয়ে দেখেন হাচন আলী ঝলশানো শরীর নিয়ে মাঠে পরে রয়েছে। এসময় স্বজনরা মৃত অবস্থায় তাকে উদ্ধার করে বাড়ী নিয়ে আসেন।

ওই কৃষকের পুত্র মাহবুব হাওলাদার বলেন, আমার পিতা মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, এঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।