১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

আমতলীর ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে!

হায়াতুজ্জামান মিরাজ, আমতলী (বরগুনা) প্রতিনিধি। , প্রকাশিত হয়েছে-

বরগুনা: হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে বরগুনার আমতলী উপজেলার ১২টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে।

বরগুনা সিভিল সার্জন ডাঃ ফজলুল হক এর নির্দেশে আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুনয়েম সাদ অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে গতকাল শনিবার দিনব্যাপী অভিযান পরিচালনা করে। অভিযানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ পুলিশ অংশ নেয়।

আজ রবিবার সকালে থেকে ইউনিক স্পেশালাইডস হাসপাতাল, সময় মেডিকেয়ার এন্ড হসপিস ও আমতলী ডায়বেটিস সমিতি নামের তিনটি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার স্বাস্থ্যবিভাগ বন্ধ ঘোষণা করেছেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুনয়েম সাদ বলেন, অভিযানে ওই তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করতে বৈধ কোনো কাগজপত্র না থাকায় আজ থেকে সেগুলো বন্ধ ঘোষণা করা হয়।