২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

কালীগঞ্জ রায়গ্রাম ইউনিয়নের পরিষদের ২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা

ফিরোজ আহম্মেদ,ঝিনাইদহ প্রতিনিধিঃ , প্রকাশিত হয়েছে-

 

ঝিনাইদহ: কালীগঞ্জ উপজেলার ৭নং রায়গ্রাম ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার সময় ৭ নং রায়গ্রাম ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই বাজেট ঘোষণা করেন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন অপুর সভাপতিত্বে সচিব আতিয়ার রহমান। এবারের বাজেটে আয় ও ব্যায় সমান রেখে ১ কোটি ২ লাখ ৯১ হাজার ৪ শত ৪৫ টাকার বাজেট ঘোষনা করেন।

এ উপলক্ষে পরিষদে বাজেট অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইপির মহিলা মেম্বার রিজিয়া খাতুন,ঝর্ণা খাতুন,আকলিমা খাতুন, ইউপির ওর্য়াড মেম্বার ইসমাঈল হোসেন,আলমগীর খাঁ,আব্দুল কুদ্দুস, আব্দুল গণী,হয়রত আলী,জসিম উদ্দীন,ইমন মাহমুদ ইকবল,আশানুর রহমান,আবু তাহের, আমাদের নতুন সময় প্রতিনিধি ফিরোজ আহম্মেদ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিগণ

রায়গ্রাম ইউনিয়ন পরিষদের সচিব আতিয়ার রহমানের সঞ্চালনায় বাজেট পেশ করা হয়।এছাড়া বাজেট অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন গ্রাম পুলিশসহ বিভিন্ন পেশাজীবি ও সমাজিক সংগঠনের প্রতিনিধিগন।