টেলিগ্রাম ব্যবহারে টাকা লাগতে পারে


তথ্যপ্রযুক্তি ডেস্ক প্রকাশের সময় : মে ৩০, ২০২২, ৫:১৯ অপরাহ্ণ / Print This Post Print This Post
টেলিগ্রাম ব্যবহারে টাকা লাগতে পারে

 

ঢাকা: টেলিগ্রাম ব্যবহারকারীদের জন্য নতুন পদক্ষেপ নিচ্ছে। শিগগিরই মেসেজিং প্ল্যাটফর্মটি প্রিমিয়াম ভার্সন আনতে চলছে। ফলে টেলিগ্রাম ব্যবহারে নির্দিষ্ট হারে টাকা লাগতে পারে।

টেকভিত্তিক কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, টেলিগ্রাম শিগগিরই প্রিমিয়াম এক্সক্লুসিভ নামের নতুন একটি ভার্সন লঞ্চ করতে যাচ্ছে। ইতোমধ্যে অ্যাপের একটি বিটা সংস্করণও প্রকাশ করা হয়েছে।

যেখানে সাবস্ক্রিপশন চার্জ নেওয়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে পাভেল দুরভের সংস্থাটি। এতে, রিঅ্যাক্ট এবং স্টিকারের বিকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিকে, সাম্প্রতিক সময়ে টেলিগ্রাম অ্যাপের ডিজাইনে অনেকটাই পরিবর্তন এসেছে। ধারণা করা হচ্ছে, শিগগিরিই আরও কিছু পরিবর্তন আসছে এই মেসেজিং প্ল্যাটফর্মে।

শুধু টেলিগ্রামই নয়, হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট ব্যবহার করার ক্ষেত্রেও ‘পেইড সার্ভিস’ চালু হচ্ছে। এরআগে টুইটার ‘ব্লু পেইড সাবস্ক্রিপশন প্ল্যান’ লঞ্চ করেছিল তাদের গ্রাহকদের জন্য।


আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১