৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

শরণখোলায় বহু গ্রাম এখনো অন্ধকারে : চারদিনেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি , প্রকাশিত হয়েছে-

শরণখোলায় চারদিনেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। শরণখোলার বহু গ্রাম এখনো অন্ধকারে রয়েছে।
গত শুক্র ও শনিবার শরণখোলা উপজেলার দিয়ে ব্যপক ঝড় বয়ে যায়। ঝড়ের তান্ডবে গ্রামাঞ্চলে গাছপালা ভেঙ্গে বিদ্যুৎ লাইনের উপরে পড়ায় তার ছিড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। গত চারদিনেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। উপজেলার শরণখোলা, খুড়িয়াখালী, সোনাতলা, বগী, তাফালবাড়ী, কদমতলা, খাদা, উত্তর রাজাপুর, পশ্চিম রাজাপুর, নলবুনিয়া, গোলবুনিয়া খোন্তাকাটা, জানেরপাড়,ধানসাগর,বাধালসহ অনেক জায়গায় এখনো বিদ্যুৎ লাইনে কাজ না করায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়নি। বিদ্যুৎ লাইন চালু না হওয়ায় ঐ সব এলাকা অন্ধকারে নিমজ্জিত রয়েছে। বিদ্যুতের অভাবে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিঘিœত হচ্ছে। এদিকে উপজেলার গোলবুনিয়া এলাকায় বিদ্যুত লাইন দ্রæত চালু করার কথা বলে চাঁদাবাজীর অভিযোগ পাওয়া গেছে।
শরণখোলা পল্লী বিদ্যুতের এজিএম আশিক মাহমুদ সুমন বলেন, বিদ্যুত সরাবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আরো দুই/একদিন সময় লাগবে। দ্রæত লাইন চালুর লক্ষ্যে তাদের কর্মীরা নিরলস কাজ করছেন বলে তিনি জানান।